রাঙ্গুনিয়ার মেধাবী মুখ- মা-বাবা হারা অদম্য ইব্রাহীম এর পাশে দাঁড়ালো উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শাহ আলম
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ছোটকালে মা-বাবাকে হারিয়েছেন। থাকার জন্য ভিটেমাটি টুকুও নেই। আপন বলতে পৃথিবীতে রয়েছে নিজের বোন ও ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে বড় বোনের সাথে ভাড়া বাসায় থাকেন। এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন জিপিএ-৫। প্রতিটি বিষয়ে তার ৯০ এর উপরে নাম্বার। এমনকি প্রাথমিকের পিইসি ও মাধ্যমিকের জেএসসি পরীক্ষাতেও তিনি টেলেন্টপুলে বৃত্তি সহকারে পেয়েছিলেন জিপিএ-৫। শত প্রতিকূল পরিস্থিতিকে পিছনে ফেলে অদম্য গতিতে এগিয়ে চলা মেধাবী এই শিক্ষার্থীর নাম মো. ইব্রাহীম। বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকায়। এবার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকেই ইব্রাহীমই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। পড়ালেখার উপযুক্ত পরিবেশের অভাব, দারিদ্রতার বাঁধা প্রতিমুহুর্তে, পড়ালেখার বই-খাতা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। এমনকি দুইবেলা দুমুটো ভাতও তার জুটেনি ঠিকমতো। কিন্তু নিজের এমন পরিস্থিতিতেও থেমে থাকেনি ইব্রাহীম। ঠিক সে সময়ে উত্তরা রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শাহ আলম এর উদ্যোগে তাকে নগদ অর্থ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তরা রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং ধামাইর হাট ব্যবসায়ী সমিতি সভাপতি মোঃ শাহ আলম, ইউপি সদস্য কাজী মঈন এবং আওয়ামী লীগ নেতা কাজী। আজিজুল হক। এসময় মোঃ শাহ আলম বলেন: আমি প্রায় সময় এলাকার মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।