ফিরিয়ে দিল ন্যাশনাল হাসপাতাল, গাড়িতে মৃত্যু সাংবাদিকের বাবার
চট্টগ্রাম : চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতাল সেবা না দিয়ে ফিরিয়ে দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন সাংবাদিকের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মৃত জসিম উদ্দিন চৌধুরী (৬০) একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার চবি প্রতিনিধি জোবায়ের চৌধুরীর বাবা।
এর আগে গতকাল বুধবার মধ্যরাতে নগরের জিইসি মোড় গরীব উল্লাহ শাহ হাউজিং এলাকার বাসায় অসুস্থ হয়ে পড়লে জসিম উদ্দিন চৌধুরীকে পাশের ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের একজন কর্মচারী অক্সিজেন সেচ্যুরেশন মেপে দেখেন ৮৯। সে মুহুর্তে অক্সিজেন সেবার দরকার থাকলেও তা নিশ্চিত না করে ফ্লু কর্নারে শয্যা খালি নেই উল্লেখ করে জসিম উদ্দিন চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
জোবায়ের চৌধুরী বলেন, উপায় না পেয়ে বাবাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হই। কিন্তু গাড়িতেই বাবা নিস্তেজ হয়ে পড়েন। পরে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখে জানান, বাবা আরও আগে মারা গেছেন।
এভাবে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে করোনা সন্দেহে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ আসার মধ্যে চিকিৎসা সেবা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, চিকিৎসার অভাবে যেসব রোগী মারা যাওয়ার অভিযোগ উঠছে সে ঘটনাগুলো তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।