বরিশালে আভাসের বাস্তবায়নে দোয়েল ১৫ গ্রুপের দলীয় সভা অনুষ্ঠিত
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ইউ কে এইড এর অর্থায়নে ইডাব্লিউসিয়ার প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। আজ ১১.০৬.২০২০ ইং তারিখ সকাল ১০টায় নগরীর পলাশপুরে মাঠবাড়ি আরবান আনন্দ স্লাম স্কুলে

সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়েল ১৫ গ্রুপের দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পলাশপুর শিশু বান্ধব কেন্দ্রের কোচিং টিচার মোঃ রিপন ও চাইল্ড ফ্যাসিলেটেটর ময়ূরী আক্তার টুম্পা। সভায় কোভিট ১৯ এই মহামারীতে কি উপায় বাড়ি ও কর্মক্ষেএে সুরক্ষিত থাকা যায়,হাত ধোয়ার কৌশল, নারী,শিশুর প্রতি সহিংসতা,বাল্যবিবাহ এবং শিশুদের পড়াশুনার বিষয়ে আলোচনা হয়।
