করোনায় মৃত্যুর ভয়ে ভীত নই: প্রধানমন্ত্রী

Share the post

ঢাকা: করোনা বা কোনো কিছুতে মৃত্যুর ভয় করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মত্যুকে ভয় পাওয়ার কিছু নেই বলেও তিনি জানান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনার সময় প্রসঙ্গক্রমে তিনি একথা বলেন।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার স্মরণে এ শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনার সময় বিরোধীদলের চিপ হুইপ জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা করোনার কারণে প্রধানমন্ত্রীকে সংসদ অধিবেশনে না এসে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নিতে পারেন বলে মত দেন। 

‘রাঙ্গা বলেন, শেখ হাসিনার বাংলাদেশের দরকার নেই। কিন্তু বাংলাদেশের জন্য শেখ হাসিনার দরকার। তাই এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে অধিবেশনে না আসাই ভালো। তখন স্পিকার বলেন, আপনি শোক প্রস্তাবের উপর আলোচনা করেন।’

এরপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে বলেন, বিরোধীদলের চিফ হুইপ আমার সংসদে আসার বিষয়ে কথা বলেছেন। করোনায় মৃত্যুর ভয়ে ভীত নই। মানুষ মরণশীল, জন্মালে মরতে হবে। সে করোনায় মরি আর গুলি, বোমায় মরি। মুত্যু অবধারিত, ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাবো না। আমার বাবা, মাসহ পরিবারের সবাইকে মারা হয়েছিল। যারা মেরেছিল তারাই ক্ষমতায় ছিল। আমি যদি ভয় পেতাম তাহলে দেশে ফিরে আসতাম না। 

‘আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নিয়ে যাবে। এটাই আমি বিশ্বাস করি। যতক্ষণ বেঁচে আছি কাজ করে যাবো। করোনার মধ্যে আমরা বাজেট দিচ্ছি। অনেকে বাজেট দিতে পারছে না। কিন্তু আমি বলেছি না বাজেট দিতে হবে।

তিনি আরো বলেন, আমি তো বেঁচে থাকতে আসিনি। বাংলার মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে এসেছি। ভয় পাওয়ার তো কিছু নেই। 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক..

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড তাজা গোলাসহ ২ জন কুখ্যাত ডাকাত আটককে আটক করেছে। মঙ্গলবার ১৮ মার্চ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ […]

ভালুকায় মারামারির ঘটনায় আচমকা শুভর নামে গুঞ্জন

Share the post

Share the postআল আমিন ভালুকা, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় ইফতার আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে সাগর আহম্মেদ ইমরানসহ ৩ বন্ধুকে কে মারধরের অভিযোগ উঠেছে একদল কিশোর গ্যাং এর বিরুদ্ধে। ভূক্তভোগী ইমরান ও তার বন্ধুরা উপজেলার উত্তর রাংচাপড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ইমরানের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ভালুকায় মডেল থানায় এক অভিযোগ দায়ের […]