জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব আর নেই
চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ার জিরি মাদ্রাসা বা আল জামিয়াতুল আরবায়াতুল ইসলামিয়ার মুহতামিম (মহাপরিচালক) আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টায় চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব কওমি মাদরাসাগুলোর সবচেয়ে বৃহত্তম বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ছিলেন।
মাদ্রাসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব নিজের মাদ্রাসার মসজিদে ইতেকাফ ছিলেন। ৫-৬ দিনে আগে থেকে তিনি জ্বরে ভূগছিলেন। ইতেকাফ শেষ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই তিনি মারা যান।
করোনা সন্দেহে আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের মৃত্যুতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন শাহ মুহাম্মদ তৈয়ব সাহেবের ইন্তেকালে মুসলিম মিল্লাত হারিয়েছে দ্বীনের একজন প্রকৃত দা’য়ীকে। তাঁর ইন্তিকাল নিশ্চয় আলেম সমাজ ও দেশের জন্য অনেক বড় ক্ষতি। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।’