২৫ হাজার এসএমই উদ্যোক্তাকে ৪০ কোটি টাকা পর্যন্ত মূলধন সহায়তা

Share the post

নিজস্ব প্রতিবেদক : ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের (এসএমই) চলতি মূলধন যোগান দিয়ে সহায়তা করতে মিশন সেভ বাংলাদেশের সঙ্গে যুক্ত হল রবি, এসম্যানেজার ও আইপিডিসি ফাইন্যান্স। তাদের এই উদ্যোগের ফলে ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা ৪০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধনের সহায়তা পাবেন। অ্যাগ্রিড ফ্রেমওয়ার্ক গঠনের মাধ্যমে এই ঋণ খুচরা বিক্রেতাদের মাঝে বিতরণ করা হবে। মূলত রবি ও এয়ারটেলের খুচরা বিক্রেতারা এই ঋণ পাবেন। করোনাভারাস পরবর্তী দুনিয়ায় তারা যাতে ফের ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারেন সে বিষয়ে সহায়তা করতে ডিজিটাইজড ইকোসিস্টেমের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। মিশন সেভ বাংলাদেশের নানা তৎপরতায় অনুপ্রাণিত হয়েই সহযোগিতামূলক এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল উপায়ে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। আইপিডিসির ডিজিটাল ঋণ বিতরণের আওতায় এ কার্যক্রম চলবে। এই কার্যক্রমটি আইপিডিসি-ডানা নামে পরিচিত। রবির ইনটিলিজেন্স টিম নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে উপযুক্ত খুচরা ব্যবসায়ীদের খুঁজে বের করে ঋণের আওতায় আনবে। রবি ও আইপিডিসিকে নানা প্রযুক্তিগত সহায়তা দেবে এসম্যানেজার। আর এসম্যানেজারের এসব তৎপরতায় সক্রিয় ভূমিকায় থাকবে মিশন সেভ বাংলাদেশ। রবি যেসব খুচরা ব্যাবসায়ীকে উপযুক্ত মনে করবে তাদের জামানতমুক্ত ঋণ দেবে আইপিডিসি। আপাতত পাইলট প্রকল্প আকারে এটি চালু করা হবে। পরবর্তীতে আরও বিস্তারিত গবেষণা করে দেশব্যাপী খুচরা বিক্রেতাদের সহায়তার জন্য এ প্রকল্প চালু করা হতে পারে। করোনাভাইরাসর কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষকে সহায়তা দিয়ে নজির গড়েছে মিশন সেভ বাংলাদেশ। এরই মধ্যে সংগঠনটি দেড় কোটি টাকার বেশি ফান্ড জোগাড় করেছে। মিশন সেভ বাংলাদেশের এই কার্যক্রমে শতাধিক ব্র্যান্ড যুক্ত হয়েছে। ৮০০০ এর অধিক হাজার পরিবারের ১০ দিনের খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছে মিশন সেভ বাংলাদেশ। পবিত্র রমজান মাসে ৩৫০টিরও বেশি পরিবারের পুরো মাসের সেহরি ও ইফতারির ব্যবস্থা করছে। বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করার পাশাপাশি জনাসমাগম হয় এমন স্থানে হাত ধোয়ার বেসিন বসিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম, কলসেন্টার ও ওয়েবসাইটের সহযোগিতায় মানবিক ডাকে সাড়া দিয়ে যাচ্ছে মিশন সেভ বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]