রোটার্যাক্ট ক্লাব অব রাংগামাটি ও শহরের ঐতিহ্যবাহী প্রতিভা ক্রিকেট ক্লাবের যৌথ উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেছে।
রাংগামাটি: রোটার্যাক্ট ক্লাব অব রাংগামাটি ও শহরের ঐতিহ্যবাহী প্রতিভা ক্রিকেট ক্লাবের যৌথ উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেছে।কোভিড ১৯ এর শুরু থেকে রাংগামাটি মানুষের পাশে দাঁড়িয়েছে এই ২টি সংগঠন। ৭০টি পরিবারের কাছে ঘরে ঘরে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন কর্মকর্তাবৃন্দ।

এই বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেন রাংগামাটি পৌরসভা প্যানেল মেয়র জামাল উদ্দিন, এতে সহযোগিতা করেন প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি বশির মৃধা, রোটার্যাক্ট ক্লাব অব রাংগামাটি’র সভাপতি রোটার্যাক্টর অলি অাহাদ,প্রতিভা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন,

রাংগামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য অাবু তৈয়ব, প্রতিভা ক্রিকেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক পিপি রোঃঅামিনুল ইসলাম, পিপি রোঃঅাবু বকর,প্রতিভা ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন, রোটার্যাক্ট ক্লাব অব রাংগামাটি’র অাই পিপি রোঃইসহাক,সচিব রোঃমর্জিনা অাক্তার মণি,সভাপতি ইলেক্ট রোঃকাউছার রিপন, সেক্রেটারি ইলেক্ট রোঃঅালী হোসেন, সহ-সভাপতি রোঃসুজন, প্রতিভা ক্রিকেট ক্লাবের অর্থ সম্পাদক ইয়াছিন মিশু,কর্মকর্তা অাইমোন,ক্রীড়া সম্পাদক মানিক ও ক্রিকেটার সৌরভ মজুমদার।
