নিজাম শাহরিয়ারের উদ্যোগে ১০০ জন হতদরিদ্র এবং দিনমজুরের একবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি : জয়নিশান সামাজিক সংগঠন এর সভাপতি নিজাম শাহারিয়ার এর নিজস্ব উদ্দ্যেগে মানবিক ডাকে সাড়া দিয়ে এই করোনা মহামারীতে রিকশাচালক ও শ্রমজীবী ১০০ জনকে একবেলা খাবার বিতরন। বিতরণকালে নিজাম শাহারিয়ার বলেন সমাজের উচ্চবিও মানুষ যেন এই পরিস্থিতিতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাড়াঁয় এটাই একমাত্র কামনা।সবার সর্বোপরি প্রচেষ্টায় মহামারীর সময় মানুষের দূগর্ভ লাভের এটাই আসল কাজ।