মুক্তিযোদ্ধা পরিবারের জন্য মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উপহার
চট্টগ্রাম প্রতিনিধি: এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর ব্যবস্থাপনায় আসন্ন রমজান উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পরিবারকে উপহারসামগ্রী পৌঁছানোর আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম নগরীর কাজীর দেউড়ি মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
বুধবার (২২ এপ্রিল) সকালে কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযুদ্ধা মো. উইনুস এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন।

এ সময় উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদ কো-চেয়ারম্যান মো. মুনছুর আলম, মো. হোসেন, মো. মহিউদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রাহুল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, নগর ছাত্রলীগ নেতা জিসান আলম, সদস্য ফয়সাল অভি, আব্দুর রহিম জিসান, সাহিন আলম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, রাসেল মাহামুদ, জয় বড়ুয়া, মাহফুজ, ফারহান চিসতি প্রমুখ।
নগরকে ৪ জোনে ভাগ করে আগ্রাবাদ থেকে আমান বাজার, আগ্রাবাদ থেকে নতুন ব্রিজ, আগ্রাবাদ থেকে পতেঙ্গা ও আগ্রাবাদ থেকে সিটি গেইটে চারটি টিম কাজ করবে এবং মুক্তিযোদ্ধাদের ঘরে গিয়ে তাদের এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।