‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইলফোন উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

‎আহত পুলিশ সদস্যরা হলেন -নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন (২৯), কনস্টেবল মাইনুল ইসলাম (৩২), কনস্টেবল শাহ ইমরান (২৭) এবং কনস্টেবল পল্টন চন্দ্র দাশ (২৫)। এর মধ্যে গুরুতর আহত শাহ ইমরানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চোরাই মোবাইলফোন চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে শিবপাশা গ্রামে অভিযান চালায়। ওই সময় চোরাই মোবাইলসহ উপজেলার নোয়াপাড়া গ্রামের রুমন মিয়া (২৮)কে আটক করা হয়।

‎তবে রুমন মিয়া দাবি করেন, মোবাইলটি তিনি ক্রয় করেছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কের একপর্যায়ে রুমনের ভাই মামুন মিয়াসহ কয়েকজন নারী-পুরুষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামুন মিয়াসহ চারজনকে আটক করে।‎আটক মামুন মিয়া বলেন, ‘যে মোবাইলটিকে চোরাই বলা হচ্ছে, সেটা আমার ভাই রুমন মিয়া এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। আমরা জানতাম না ফোনটি চুরি করা।’

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যানবাহনের দুর্ভোগ নিরসনে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট”। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের কাছে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক […]

ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি অসীম শেখ গ্রেফতার

Share the post

Share the postমোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি অসীম শেখ (২২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুন দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে […]