প্রতিদিন রাতে খাবার পাবে ফেনী ছাগলনাইয়ার ভাসমান মানুষেরা
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় মায়ার ভোজন নামে একটি ইভেন্ট চালু করেছে,,, সামাজিক সংগঠন দুর্নিবার ফেনী,,, ২য় দিনে ছাগলনাইয়ার ভাসমান মানুষের মাঝে মধ্যরাতে একবেলা খাবার বিতরণ করা হয়। উদ্যেক্তা কামরুল জানায়, করোনায় মানবিক সংকটে থাকা নিম্ন ও মধ্য আয়ের মানুষদে পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্যে। আসন্ন রমজানে ইফতার সামগ্রী বিতরণের ইচ্ছে প্রকাশ করেন। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পৃষ্ঠপোষক আরিফ জানান, এ ধরনের কার্যক্রমে থাকতে পেরে তিনি বেশ খুশি। কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিদিন রাতে বিনামূল্যে ভাসমান মানুষদের খাবার বিতরণের উদ্যেগটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক আলোচিত। সবাই এর ভূয়সী প্রশংসা করছেন। এতে সহযোগীতা করেন বাঁশপাডা নদীর কুল তারুন্য সংজ্ঞ পাঠাগের বাবু, রুমন, মারুপ,ফরিদ,মামুন, মাইন উদ্দিন সহ আরও অনেকে,