

মো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার আহমেদকে ছুরিকাঘাত ও মারধর করেছে এক অভিভাবক। এ ঘটনায় শিক্ষক মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেছেন।
জানা গেছে, শিক্ষক কাওসার প্রতিদিনের মতো বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসার সন্নিকটে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ স্থানীয় বাবুল মিয়া (৪৮) নামের এক ব্যক্তি সিএনজি থেকে নেমে এসে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে কাওসার হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে তা প্রতিহত করেন। এরপর হামলাকারী তাঁর চোখে ঘুষি মারে এবং গাড়ি থেকে লাঠি এনে একাধিকবার আঘাত করে।
ঘটনার পর আহত শিক্ষক কাওসারকে সহকর্মী ও স্থানীয়রা উদ্ধার করেন। শিক্ষক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
অভিযুক্ত বাবুল মিয়ার বাবার নাম রাজু মিয়া ওরফে বোগা রাজু। তাঁর মেয়ে জান্নাত জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।