যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে : খোকন তালুকদার

Share the post

মাদারীপুর জেলা প্রতিনিধি: সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে এমন মন্তব্য করেছেন ।

তিনি আরো বলেন, আমরা চাই জনগণের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব। কিন্তু পিআর-এর নামে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়, তা আমরা কখনোই হতে দেব না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে খোকন তালুকদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়াতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, যিনি ভিপি হয়েছেন, তার সঙ্গে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতাধিক ছবি রয়েছে। কীভাবে তিনি প্রার্থী হওয়ার সুযোগ পেলেন, কীভাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে নির্বাচন হয়। যারা পি আর চাচ্ছে তারা এভাবেই ফ্যাসিস্টদের প্রতিষ্ঠা করছে। অনুষ্ঠানে শতাধিক হিন্দু ধর্মালম্বীদের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, মাদারীপুর জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মণ্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিউজ মাদারীপুরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী  মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ডিএইচপি সড়ক থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুঁড়িয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার গ্রামের হেলাল মাদবরের ছেলে ওয়াসিম মাদবর (৫২), কালিকাপুর এলাকার চুন্নু মাদবরের ছেলে আরমান মাতুব্বর (২৬) এবং ছিলারচর […]

মাদারীপুরে গণ কবরস্থানের বরাদ্দে অনিয়ম দুদকের অভিযান

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ১২টার দিকে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানটি পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান। দুদকের সহকারী পরিচালক […]