যারা পিআর চাচ্ছে তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে : খোকন তালুকদার
মাদারীপুর জেলা প্রতিনিধি: সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে এমন মন্তব্য করেছেন ।
তিনি আরো বলেন, আমরা চাই জনগণের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব। কিন্তু পিআর-এর নামে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়, তা আমরা কখনোই হতে দেব না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে খোকন তালুকদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, যিনি ভিপি হয়েছেন, তার সঙ্গে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতাধিক ছবি রয়েছে। কীভাবে তিনি প্রার্থী হওয়ার সুযোগ পেলেন, কীভাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে নির্বাচন হয়। যারা পি আর চাচ্ছে তারা এভাবেই ফ্যাসিস্টদের প্রতিষ্ঠা করছে। অনুষ্ঠানে শতাধিক হিন্দু ধর্মালম্বীদের মাঝে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, মাদারীপুর জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মণ্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।