

মোঃ আমির হোসেন শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী জ্ঞানের আলো সংগঠন কর্তৃক আয়োজিত ইংরেজি বেসিক কোর্স ও মেধা অন্বেষণ -২০২৫ এর পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মামুন ঢালীর সভাপতিত্ত্বেে ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ওমর সরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানের আলো সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব পারভেজ মোশারফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি জনাব দেলোয়ার হোসেন, সচেতন নাগরিক সমাজের শরীয়তপুর জেলার যুগ্ম আহবায়ক জনাব কাউসার আহমেদ আদনান ও সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় মোশারফ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ । তিনি আরো বলেন, পড়ালেখা ব্যতীত কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেনা। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ডাক্তার- ইঞ্জিনিয়ার জজ- ব্যারিস্টার হওয়ার পাশাপাশি সবার আগে ভালো মানুষ হতে হবে। অর্থের অভাবে যাতে আমাদের সন্তানদের পড়ালেখা বন্ধ না হয় এজন্য সব সময় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ তুলে দেন।