

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় সাম্প্রতিক সময়ে নেত্রকোনা পৌর প্রশাসন কর্তৃক জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে নেত্রকোনা পৌরসভার চিত্র। প্রাণ ফিরে পেয়েছে নেত্রকোনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও শহরের উন্নয়নের কার্যক্রম। বর্তমানে নেত্রকোনা পৌরসভার ভিতরে প্রবেশ করলে বোঝা যায় আমরা আধুনিক যুগে পা রেখেছি।
নেত্রকোনা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সড়ক ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। নেত্রকোনা শহরের মাছুয়া বাজারে প্রায় সময়ই যানজট লেগে যে কোনো সময় দূর্ঘটনা সৃষ্টি হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহনের পর যানজট নিরসনের জন্য উদ্যোগ গ্রহন করেছেন।
এতে করে যানবাহন চলাচলের শৃঙ্খলা ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে পারে বলে সংস্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার জানান, তিনি নিজের দায়বদ্ধতা থেকেই এ কাজগুলো করে যাচ্ছেন। যতোদিন দায়িত্বে রয়েছেন ততদিন নেত্রকোনা পৌরসভার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। পৌরসভার অলিগলি থেকে শুরু করে বেশকিছু সড়কের কাজ চলছে। এছাড়া বেশ কয়েকটি ড্রেন নির্মাণ ও সড়কবাতি স্থাপনসহ রাস্তা নির্মাণ কাজ অল্প কিছুদিনের মধ্যে শুরু করা হবে। নেত্রকোনা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করতে যা যা করা দরকার সবই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নেত্রকোনা পৌর এলাকা মোক্তারপাড়ার বাসিন্দা ওমর ফারুক বলেন, যে কোনো ধরনের নাগরিক সমস্যার কথা জানালে আমাদের বর্তমান পৌরসভার প্রশাসক তিনি ছুটে যান সেই সমস্যা সমাধানে। এভাবেই তিনি অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এত অল্প সময়ে প্রশাসক হিসেবে যে সকল কাজ হাতে নিয়েছেন সেগুলো ছিল পৌরবাসীর প্রাণের দাবী।
নেত্রকোনা মাছুয়া বাজারের ব্যবসায়ী আবুল হাসেম জানান, তিনি যে কাজগুলোর ব্যাপারে আন্তরিক তা কাজগুলোর বর্তমান অগ্রগতি দেখলে সহজেই বোঝা যায়। হয়তো পুরো বিষয় না জেনে কেউ কেউ নানান কথা বলছে। তবে আমাদের পৌরবাসীর জোর আবেদন তিনি যেন এগুলোতে কান না দিয়ে তার হাতে নেয়া কাজগুলো শেষ করে যান। আমরা পৌরবাসী উনাকে সবোর্চ্চ সহযোগিতা করবো।