কালিয়াকৈরে জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বানিজ্য  মেলা 

Share the post
 স্বপন সরকার  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : জীপুরের কালিয়াকৈর উপজেলায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বানিজ্য মেলা। কালিয়াকৈর  প্রেসক্লাবের আয়োজনে  কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হচ্ছে  শিল্প  পণ্য  ও বানিজ্য মেলা  । শিল্প পণ্য ও বানিজ্য মেলাটি বেশ জমে উঠেছে ক্রেতা ও দর্শনার্থীদের  উপচে পড়া ভিড় । মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। মেলায়  দর্শনাথীরা হরেক রকম পণ্য দেখতে ও কিনতে ব্যস্ত সময় পাড় করছে। মেলায় থাকছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান   রয়েছে । মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বাসিত বিক্রেতারাও। বিভিন্ন সামগ্রী কিনতে  দেওয়া হচ্ছে  নতুন নতুন ছাড়।  আরো শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, সামপান, বেবী ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়,  হাতি ঘোড়া, হানি সিং, স্লীপার, ভূতের বাড়ি,  বিনোদন সহ আকর্ষণ। দূর দূরান্ত থেকে  আসা ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিস পএের দাম সাধ্যের মধ্যে রয়েছে বিক্রেতাদের। মেলায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা, রয়েছে পুলিশ, মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার সহ মেলা কমিটির সদস্য বৃন্দ।

উল্লেখ ৪ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর প্রেসক্লাব ও মেলা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চালনায়  শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। দর্শনার্থী হালিম, পলি আক্তার, সিমা মন্ডল, মুক্তা ইসলাম  জানান,  কালিয়াকৈরে  এই প্রথমবারের মতন বানিজ্য  মেলা অনুষ্ঠিত হচ্ছে । এই বানিজ্য মেলা পেয়ে আমরা আনন্দিত ও উচ্ছাসিত । এই মেলায় সব ধরনের রাইডস রয়েছে। স্বল্প দামে পাওয়া যাচ্ছে নানান ধরনের পণ্য সামগ্রী। মেলা কমিটির  সভাপতি  সরকার আব্দুল আলীম জানান,  প্রথম বারের মতন কালিয়াকৈরে বানিজ্য মেলার আমরা আয়োজন করেছি। এই মেলায় কোন   ধরনের লটারি, হাউজিং এগুলোর সুযোগ নেই। মেলায় রয়েছে পুলিশ  সহ সি সি ক্যামেরা আওতাভুক্ত। আ পরিবার পরিজনদের নিয়ে  আসুন এই শিল্প পণ্য ও বানিজ্য মেলায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কোনাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

Share the post

Share the postগাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় গলায় ফাঁস নিয়ে শাহেরা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শাহেরা আক্তার লালমনিরহাট সদর থানার পর্ণপুর গ্রামের ইউনুছ আলীর মেয়ে। বর্তমানে তিনি স্বামী মাজহারুল ইসলামের সঙ্গে কোনাবাড়ীর আমবাগ […]

কোনাবাড়ী ভুয়া কাগজে স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে অবস্থান, যুবক-যুবতী আটক

Share the post

Share the postজুলফিকার আলী জুয়েলঃগাজীপুরের কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে অবস্থান করার সময় এক যুবক ও এক যুবতীকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ওই যুবক-যুবতী ‘নিউ মুন ফ্রেস’ নামের হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে একটি কক্ষে ওঠেন। পরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানার […]