নওগাঁ প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় মুক্তির মোড়ে বাংলাদেশ মফস্ব সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন, গুম—এসব এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। আমরা সাংবাদিকদের জন্য আলাদা ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন চাই। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার প্রিয়জন হারানোর বেদনা না পায়। আর কোন সাংবাদিকের সন্তান এতিম না হয়।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলম ও ১১টি উপজেলার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সারা দেশে সাংবাদিকদের উপর হামলার বিচার এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্য সম্পন্নের আহ্বান জানানো হয়।