সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

Share the post

নওগাঁ প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় মুক্তির মোড়ে বাংলাদেশ মফস্ব সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন, গুম—এসব এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। আমরা সাংবাদিকদের জন্য আলাদা ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন চাই। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার প্রিয়জন হারানোর বেদনা না পায়। আর কোন সাংবাদিকের সন্তান এতিম না হয়।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ খোরশেদ আলম ও ১১টি উপজেলার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সারা দেশে সাংবাদিকদের উপর হামলার বিচার এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্য সম্পন্নের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আখাউড়ায় রাতের আধারে বিএনপি’র বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপির দুই শীর্ষ নেতার বিশালাকার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি […]

চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৩ সালে আলফাজ […]