বিজয়নগরে ২৫ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

১১ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির নায়েব সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২০১২/৪-এস হতে প্রায় ৫০০ গজ ভেতরে, কালাছড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।

সকাল ৯টার দিকে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করলে বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। এসময় তারা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১,১৮৬ বোতল ভারতীয় ইস্কফ, ১০০ কেজি গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এছাড়া, গত ১০ আগস্ট রাতে মুকুন্দপুর ও সিংগারবিল বিওপির পৃথক অভিযানে আরও ৪২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে ২৫ বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। একইসঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকসহ অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

গত এক মাসে ২৫ বিজিবি ৮,৯০৫ পিস ইয়াবা, ২,৯৮৩ বোতল ইস্কফ, ২৮২ কেজি গাঁজা, ১৫২ বোতল ফেন্সিডিল, ৫২ বোতল হুইস্কি ও ১৭ বোতল বিয়ার উদ্ধার করেছে।

আপনি চাইলে আমি এই নিউজটিকে সংক্ষিপ্ত করে হেডলাইন-ফোকাসড ভার্সনও তৈরি করে দিতে পারি, যা পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালে দ্রুত পাঠযোগ্য হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আখাউড়ায় রাতের আধারে বিএনপি’র বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপির দুই শীর্ষ নেতার বিশালাকার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি […]

চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৩ সালে আলফাজ […]