ভোলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

Share the post
মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ভোলার কৃষিবিদদের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ভোলা জেলা শাখার উদ্যোগে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও কেআইবি ভোলা জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং রেবা রহমান কলেজের প্রভাষক ও কেআইবি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মহিবুর রহমান বিপ্লব। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ।
শহীদ পরিবারের সদস্য হিসেবে স্মৃতিচারণ করেন কেআইবি ভোলার কোষাধ্যক্ষ ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপ-পরিচালক আনিসুর রহমান টিপু।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে যাঁর যাঁর অবস্থান থেকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেআইবি ভোলা জেলা কমিটির সহ-সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া, মনপুরা উপজেলার কৃষি অফিসার আহসান তাওহীদ, মনপুরার ভেটেরিনারি সার্জন ডা. আকাশ সমাদ্দার, জেলা হাঁস খামারের সহকারী পরিচালক জাহিদ হাসান, কৃষি প্রকৌশলী জি. এম. আবদুর রহমান, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার উপ-পরিচালক মো. আবু বক্করসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত বিপুল সংখ্যক কৃষিবিদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]