সিরাজগঞ্জে শাহজাদপুর সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই হাজার নারী-পুরুষ পেলেন চিকিৎসা

Share the post
জলিলের রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনীর উদ্যোগে সুবিধাবঞ্চিত দুই হাজার নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মঙ্গলবার ২৯ শে জুলাই অনুষ্ঠিত হলো একটি উল্লেখযোগ্য ফ্রি মেডিকেল ক্যাম্প, যা স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবার একটি বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।
 সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে দুই হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পটি পরিচালিত হয়। স্বাস্থ্যসেবার এই প্রয়াসে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা অংশগ্রহণ করেন, যারা রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেন।
 পাশাপাশি, প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, ‘আমাদের এলাকার জন্য এটি একটি বড় সুযোগ। চিকিৎসা সেবা পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু আজ এই ক্যাম্পের মাধ্যমে আমরা সহজেই চিকিৎসা পেয়েছি।’ এই উদ্যোগের পেছনে সেনাবাহিনীর সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়।
 সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করতে পেরে গর্বিত।’
এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা এবং তার সহজলভ্যতার দিকেও নজর দেওয়া হয়েছে।
এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। এই উদ্যোগটি সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
 ভবিষ্যতে এই ধরনের আরো ক্যাম্প আয়োজনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবদান রাখা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]