“জুলাই-আগস্ট ২০২৪ এর শহীদদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশেষ দোয়া ও স্মরণসভা”

Share the post
 মোহাম্মদ রনি, ক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি:জুলাই-আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদপ্রধানগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কবৃন্দ।
সকলেই নীরবতা পালন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ২০২৪ সালের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অনন্য ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানান।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই দোয়া ও স্মরণসভা আয়োজনের মাধ্যমে দেশের সংকটময় মুহূর্তে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া তরুণদের স্মরণে একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, “এই আয়োজন আমাদের আরও মানবিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার অনুপ্রেরণা দেয়।”
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ২০২৪ সালের আন্দোলনে অনেক তরুণের জীবন উৎসর্গ ছিল গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে। তাঁদের সাহসিকতা আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।
আল্লাহ যেন তাঁদের আত্মত্যাগ কবুল করেন এবং আমাদের সকলকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে অটল থাকার তাওফিক দেন — এই প্রার্থনায় শেষ হয় স্মরণসভা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের আয়োজনে জমকালো BBQ Party ২০২৫

Share the post

Share the post প্রতিবেদক: মো. মুহাম্মদ রনিক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ আয়োজন করলো এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর অনুষ্ঠানের—BBQ Party ২০২৫। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রুফটপে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর […]

“Stand Out Before You Step In” – প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সফল ক্যারিয়ার উন্নয়ন সেশন অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রতিবেদক: মোহাম্মদ রনি, ক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি : ঢাকা, ২৪ জুলাই ২০২৫ — প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পাবলিক স্পিকিং ফোরাম (PUPSF) এবং ব্যবসায় প্রশাসন বিভাগ এর যৌথ আয়োজনে আজ অনুষ্ঠিত হলো এক অনুপ্রেরণামূলক ও দক্ষতা উন্নয়নমূলক সেশন – “Stand Out Before You Step In”। সেশনটি বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের রুম-৪০১ এ অনুষ্ঠিত […]