উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে মৃত ৯ শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের মৃত ৯ জন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান আলী ভূঁইয়া, সভাপতি, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন, ঢাকা এবং আবুল ফজেল সাদেকিন, ম্যানেজার, যমুনা অয়েল বাঘাবাড়ি ট্যাংক ডিপো, শাহজাদপুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ রমজান আলী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামরুজ্জামান বলেন, শ্রমিকদের জন্য সংগঠন থাকা অত্যন্ত জরুরি। কারণ, কোনো শ্রমিক মারা গেলে তার পরিবার যে আর্থিক সংকটে পড়ে, তা কাটিয়ে উঠতে সংগঠনই হতে পারে একমাত্র ভরসা। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাই তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।
এ সময় শাহজাদপুর থানার ওসি আছলাম আলী তার বক্তব্যে বলেন, ট্যাংকলরী শ্রমিকদের জীবন সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ। তারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তাই তাদের আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের যাঁরা দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে যাঁরা দায়িত্বে আসবেন, সবাই যেন শ্রমিকদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেন—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরো সংগঠনের বিভিন্ন সদস্য সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪ টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন […]

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]