ছাত্রদলের ২ কর্মী কে কুপিয়ে জখম,দোষীদের শান্তির দাবিতে সংবাদ সম্মেলন

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি হামলাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার(২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে গত রবিবার সন্ধ্যার দিকে খাগান এলাকার সাত্তার আলীর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার এলাকার  ফজল শেখের ছেলে ছাত্রদল কর্মী শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু রবিউল ইসলাম (২৫)।
অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে ও ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার (৩২), সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ফটিকসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার সাত্তার মিয়া মার্কেটের সামনে বসে চা পান করছিলেন ভুক্তভোগী ছাত্রদল কর্মী শরীফুল ইসলাম ও তার বন্ধু ছাত্রদল কর্মী মোঃ রবিউল ইসলাম। এসময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় তার বন্ধু রবিউল ইসলাম শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এঘটনায় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।তাদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে বিকেলে হামলাকারীদের বিচারের দাবিতে পরিবার এর  সংবাদ সম্মেলনে রবিউল ইসলামের মা রওশন আরা বেগম বলেন, আমি গার্মেন্টসে চাকরি কোনমতে কস্ট করে সংসার চালাই। আমার ছেলে রাজ মিস্ত্রীর কাজ করে এবং এলাকায় নেতাদের সাথে থাকে কিন্তু তার  কোনো পদ পদবি নাই। আমার ছেলে এখন মৃত্যু শয্যায়। ওর পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আমি সন্ত্রাসীদের বিচার চাই।
সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল কর্মী মোঃ শরীফুল ইসলামের বাবা  ফজল শেখ বলেন, আমার ছেলে কাজ থেকে বাসায় ফেরার পথে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সন্ত্রাসী সুজন শিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আমার ছেলেকে রাস্তায় আটকে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমি হামলাকারীদের বিচার চাই।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, এঘটনায় গতরাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪ টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন […]

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]