শাহজাদপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় ৪০ জন শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে অনুদান, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBGSI) এর আওতাধীন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং Secondary Education Development Program (SEDP)–এর অধীনে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক মূল্যায়নের ভিত্তিতে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. শাহাদত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল জব্বার, এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের প্রণোদনার মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। আজকের মেধাবীরা হলো আগামীর বাংলাদেশ গড়ার কারিগর।
আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাত হোসেন। তিনি বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে বিভিন্ন উচ্চশিক্ষার মাধ্যমে  ডাক্তার, প্রকৌশলী, ব্যারিস্টার হবে। জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে, তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।
PBGSI স্কিমের আওতায়  ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ হিসেবে এসএসসি পর্যায়ে ২২ জন শিক্ষার্থী পেয়েছে প্রতি জনে ১০ হাজার টাকা করে এবং  এইচএসসি পর্যায়ে ১৮ জন শিক্ষার্থী পেয়েছে প্রতি জনে ২৫ হাজার টাকা করে। শিক্ষা মন্ত্রণালয়ের SEDP এর আওতায় মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন সহ শাহজাদপুরের বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, Performance Based Grants for Secondary Institutions স্কিমটি দেশের বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়  SEDP-এর অন্যতম উদ্ভাবনী উদ্যোগ হিসেবে বিবেচিত। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষার মান ও হার বৃদ্ধির জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]