

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:জুলাই স্মৃতি স্বরণে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবিপ্রবি প্রশাসন। তারই অংশ হিসেবে জুলাই বিপ্লবে পাবনার সর্বকনিষ্ঠ শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
রবিবার (৬ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একটি বাসে করে পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে যান। সেখানে উপস্থিত হয়ে তাঁরা শ্রদ্ধাভরে শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেন।
জিয়ারতে পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা জালাল উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ মাহবুব হাসান নিলয়ের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁকে শহীদের মর্যাদায় কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এসময় শহীদ নিলয়ের গর্বিত পিতা মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিলয়ের বীরত্বপূর্ণ আত্মত্যাগ স্মরণ করে শ্রদ্ধা জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। শহীদদের স্মরণে ও তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের কর্মসূচিকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শহীদ মাহবুব হাসান নিলয় পাবনার এক সাহসী কিশোর, যিনি গতবছর স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে দেশের জন্য আত্মত্যাগ করে ইতিহাসে স্থান করে নিয়েছেন পাবনার সর্বকনিষ্ঠ শহীদ হিসেবে।