রাবি সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি: ১০০০ চারা বিতরণ

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে “RUSC Tree Plantation Drive 2025″। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টায় কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (আরইউএসসি অফিস সংলগ্ন) নিজ হাতে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য(প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “কৃষি প্রকল্পের সভাপতি হিসেবে ক্যাম্পাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি প্রকল্পের অধীনে অসংখ্য গাছ রোপণ করা হবে। তাদের সাথে রাবি সায়েন্স ক্লাবের এসব কাজ পরিপূরক হিসেবে যুক্ত হলো। তারা যে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয়। আশা করি তারা ভবিষ্যতেও এধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে”
একই দিনে রাজশাহী জেলার পবা উপজেলার রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুল এবং এম.আর. প্রভাত বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজিত হয়।
দিনব্যাপী এই আয়োজনে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী এই চার প্রজাতির প্রায় ১০০০ টি চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও বিভিন্ন স্থানে রোপণ করা হয়। গাছগুলো নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে।
উক্ত প্রোগ্রামে ক্লাবের সাধারণ সম্পাদক রবি উস সানি স্বপনের  সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ।
এসময় ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজ সংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।”
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি স্বাগতা বৃতি রায় গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম- সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত আয়োজনের আহ্বায়ক ছিলেন ক্লাবের প্রচারণা সম্পাদক মাশরাফি জামান চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]