হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুরের ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

Share the post
ইবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাসাস) অফিস ভাঙচুর ও সাংবাদিকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
মঙ্গলবার (০১ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো. সাকিব আসলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলি ও সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী শামীম আশরাফী, তারই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রোকনকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে হল সুপারের অনুমতি ছাড়াই অবৈধভাবে ওঠানোর চেষ্টা করেন। এতে হল সুপার বাধা দিলে, ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ‘হাবিপ্রবিসাস’। এরই পরিপ্রেক্ষিতে পরদিন সন্ধ্যা ৭টার দিকে শামীম আশরাফীর নেতৃত্বে ৮ থেকে ১২ জনের একটি দল সাংবাদিকদের উপর হামলার উদ্দেশ্যে হাবিপ্রবিসাসের অফিসে আসে। কিন্তু অফিসে কাউকে না পেয়ে তারা সাংবাদিক সমিতির অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের কার্যালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা উদ্বেগজনক। এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ এবং আইনশৃঙ্খলার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের বিচারের আওতায় আনার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা […]

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে […]