জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ববি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গৃহীত ঐতিহাসিক গণআন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তারা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে স্মৃতি ও অঙ্গীকারে।
ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন,“ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।”
ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম সাকিন বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন আমাদের ঐতিহাসিক সংগ্রামের অংশ, এবং এই আন্দোলনে ছাত্রদলের ১৫০-এর বেশি নেতা-কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের সংকল্পের মূলমন্ত্র। আমরা তাদের স্মরণ করব আজীবন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে অবিচল থাকব। দীর্ঘ সময়ের দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাব।”
সাবেক ক্রীড়া সম্পাদক এম. ডি. সিহাব বলেন,
“জুলাই-আগস্ট আন্দোলন শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্রের জয়যাত্রার সূচনা। ছাত্রদলের সংগ্রাম ১৬ বছর ধরে অব্যাহত রয়েছে, যেখানে অনেকেই জীবনের বড় দাম দিয়ে আমাদের জন্য পথ প্রশস্ত করেছেন। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘকালীন নিপীড়ন ও অন্ধকার শেষ হয়ে দেশের মানুষের জন্য আলোকিত ভবিষ্যৎ আসছে।”
ছাত্রদলের নেতারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন  স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ আলোকিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]