

মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : সাভার উপজেলার আশুলিয়ার গাজিরচট এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি ) এর একটি টিম।
গ্রেফতাররা হলো আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চাড়ালপাড়া এলাকার আনোয়ার হোসেন এর ছেলে রিপন মিয়া (২৫), মো. সাদেকের ছেলে ইমন (২০), হযরত আলীর ছেলে মেহেদী হাসান (২১) ।
গ্রেফতার এর পর তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক মামলা এবং নিয়মিত মামলা রুজু র্পূবক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।