দুর্গাপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ভুমিসেবা তৃণমুল মানুষের দোরগোড়ায় নেয়ার লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় অত্র উপজেলায় এই কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। ৩০ জুন (সোমবার) সন্ধ্যায় এ কেন্দ্র উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে ভূমিসেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করার বিষয়ে কোন আইনি কাঠামো না থাকায় নাগরিকগণ ভূমিসেবা গ্রহণে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। অনলাইনে ভূমিসেবা গ্রহণে কিছু কিছু ক্ষেত্রে নাগরিকগণের নিজে আবেদন করার সক্ষমতা না থাকায় তৃতীয় একটি পক্ষের মাধ্যমে আবেদন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এসব কেন্দ্র থেকে নির্দিষ্ট কিছু সার্ভিস চার্জের বিনিময়ে ভূমিসেবার বিভিন্ন আবেদন সমূহ অনলাইনে দাখিল করা যাবে। এতে করে সেবা গ্রহিতাদের হয়রানি কিছুটা হলেও লাঘব হবে।

 

এসময়, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ কাশেম মড়ল, ডাঃ সবুজ সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, মানবকল্যানকামী অনাথালয়ের সভাপতি সুবল দে, ব্যবসায়ী তোতা মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

ভূমিসেবা সহায়তা কেন্দ্রে সেবা নিতে আসা আনিস মিয়া বলেন, আমি ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে একটি নামজারির অনলাইনে আবেদন করেছি। এখানে পরিবেশ খুবই সুন্দর এবং সেবা প্রদানকারীদের ব্যবহারও খুবই ভালো। বাড়ীর পাশে এধরনের সহায়তা কেন্দ্র থেকে ভূমিসেবা পেয়ে আমি খুবই আনন্দিত।

 

উল্লাস কম্পিউটার (ভূমিসেবা সহায়তা কেন্দ্র) এর মালিক জীবন সাহা বলেন, সারাদেশে পাইলট প্রকল্পের মাধ্যমে সারাদেশেই ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আমরা আমাদের কেন্দ্রটিকে সুন্দরভাবে সাজিয়েছি। সেবাগ্রহিতারা যেনো সেবা নিতে স্বাচ্ছন্দবোধ করে এবং তাদের সকল ধরনের সুযোগসুবিধা দেয়ার চেষ্টা করছি। সরকারি বিধিমালা মেনে কেন্দ্রে সেবা সহায়তা ফি তালিকা টানানো হয়েছে। আমাদের কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]