নরসিংদীতে পৃথক ঘটনায় অস্ত্র ও গুলি এবং চাকরিচ্যুত পুলিশের লাশ উদ্ধার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলায় পৃথক দু’টি ঘটনায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। অপর আরেক ঘটনায় একই উপজেলা থেকে এক চাকরিচ্যুত পুলিশের সদস্যের রক্তমাখা লাশ উদ্ধার করেছে ওই একই থানা পুলিশ।
বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন, রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জুবায়ের ইসলাম (১৪) এবং মৃত আরিফুল ইসলাম খোকনের ছেলে আজিজুর ইসলাম (১৩)। এসময় শরিফুল ইসলামের কাছে থেকে একটি শর্টগান ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় বেশকিছু উঠতি বয়সের যুবক সন্দেহজানক ভাবে ঘুরা ফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদের নেতৃত্বে ওসি (তদন্ত) প্রদীপ কুমার ঘোষ, উপপরিদর্শক জাকির সহকারী উপপরিদর্শক আশরাফ সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালাতে গেলে পুলিশ শরিফুল সহ দুই কিশোরকে আটক করে। পরে শরিফুলের দেহ তল্লাশি করে তার কোমড়ে গোঁজা অবস্থায় একটি শর্টগান ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বাকি দুই কিশোরকে জিজ্ঞেসাবাদ করতে থানা নিয়ে আসা হয় বলে জানান।
অপর আরেক ঘটনায় বুধবার সকালে একই উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা ব্রিজ সংলগ্ন কাঠ বাগানে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন, রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলদীকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল (৩৬)। তিনি একসময় পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা ব্রিজ সংলগ্ন কাঠ বাগানে অজ্ঞাত একব্যক্তির রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এসময় মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ বলছে নিহত ব্যক্তিকে কে বা কারা হত্যা করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক মুহাম্মদ বেল্লাল হোসেন

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, […]

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

Share the post

Share the postইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ইবি পরিবহনের কোস্টার বাসটি (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে […]