হাসপাতালে মোশাররফ : রাজপথে মামলা, দোয়া চেয়েছে পরিবার

Share the post
নিজস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়ার আহ্বান
রাজনৈতিক রূপান্তরের পর অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। নাগরিক অধিকার ও আইনের শাসনের প্রশ্নে একটি দায়িত্বশীল রাষ্ট্রের ভূমিকাই চায় সবাই। তবে এই পথটি সহজ নয়। নানা মত ও প্রতিবাদ থাকলেও সরকার বারবার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে—এমনটাই মনে করেন অনেকে।
এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে এসেছে প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিষয়টি। ৮৩ বছর বয়সী এই নেতা বার্ধক্য ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২০২৪ সাল থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এমনকি শেখ হাসিনার ব্যক্তিগত অনুরোধ সত্ত্বেও অংশ নেননি সর্বশেষ জাতীয় নির্বাচনে।
সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায় তাঁর। বর্তমানে তিনি লাঠির ভরসায় চলাফেরা করেন। হৃদযন্ত্রে পাঁচটি রিং প্রতিস্থাপন ছাড়াও স্মৃতিভ্রংশের মতো সমস্যায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আপনজনদেরও ঠিকমতো চিনতে পারেন না।
তাঁর এই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচারিক প্রক্রিয়ায় সহানুভূতির আবেদন জানানো হয়েছে। তারা বলেন, উচ্চ আদালত থেকে ১১টি মামলায় জামিন পেলেও, নতুন মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়—যা তাঁর অসুস্থতাকে আরও জটিল করে তুলছে।
এ বিষয়ে ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, “প্রবীণ এবং অসুস্থ নেতাদের বিষয়ে বিশেষ নজর ও মানবিকতা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেই আশা করা যায়।”
আইন বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল পূর্বে মন্তব্য করেছিলেন, “নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সচেতন থাকতে হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্র যদি মানবিকতা ও ন্যায়বিচারকে সমান্তরালভাবে অগ্রাধিকার দেয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। এমন অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]