ঈদুল আজহা সামনে রেখে নবীগঞ্জ পৌর পশুর হাটে জমজমাট বেচাকেনা

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকায় অবস্থিত পৌর পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশজুড়ে নানা প্রান্ত থেকে আগত খামারি ও পশু বিক্রেতাদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের ভিড়ে হাটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটজুড়ে চলছে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন কোরবানির পশুর বেচাকেনা। বড় আকৃতির ও মোটা-তাজা পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। হাটে চোখে পড়ছে পছন্দমতো পশু খোঁজার ব্যস্ততা এবং দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের আলোচনা।
এক খামারি জানান, “কয়েক মাস ধরে পরিচর্যা করা গরু হাটে তুলেছি। এখন পর্যন্ত ক্রেতাদের আগ্রহ দেখে আশাবাদী মনে হচ্ছে।” অন্যদিকে এক ক্রেতা বলেন, “পশুর মান ভালো। দামও তুলনামূলকভাবে সহনীয়। চেষ্টা করছি ঈদের আগে পছন্দমতো পশু কিনে নিতে।”
পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং চলমান রয়েছে স্বাস্থ্যবিধি মানার আহ্বান।
সব মিলিয়ে ঈদুল আজহা সামনে রেখে সালামতপুর পৌর পশুর হাটে ক্রমেই জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা। এতে ঈদ ঘিরে স্থানীয় জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও প্রস্তুতিমূলক আমেজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা […]

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে […]