নরসিংদীতে ভূয়া দলিলের মাধ্যমে অন্যের জায়গা দলিল করে দেওয়ার অভিযোগ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : সৃজন করা ভূয়া ভায়া দলিল ও কাগজপত্র দাখিল করে অন্যের জমি রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী সদর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। আর এসব অপকর্মের মুল কারিগর ওই কার্যালয়ের দলিল লেখক জহিরুল ইসলামের।  এ বিষয়ে জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত  অভিযোগও করেন ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ভুক্তভোগী জাকির হোসেন করিমপুর মৌজার আর এস ২৪৬০ খতিয়ানের ১১৪৫০ নং দাগে আড়াই শতাংশ জমি কেনার জন্য দারস্ত হন একই ইউনিয়নের বাউশিয়া গ্রামের সফিউল্লাহ ছেলে দলিল লেখক জহিরুল ইসলামের নিকট। বিক্রেতার জমির একটি ভায়া দলিল সহ অন্যান্য কাগজপত্রাদি সঠিক আছে কিনা যাচাই-বাছাই করে দেওয়ার অনুরোধ করেন। পরে দলিল লেখক জহিরুল ইসলাম ভায়া দলিলটি সৃজন করা ভুয়া জানতে পেরে বিক্রেতার যোগসাজশে ভুক্তভোগীর সাথে প্রতারণা করে তিনি সাবরেজিস্টারের মাধ্যমে ভূয়া দলিল রেজিস্ট্রি করে দেন।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস ও কাগজপত্রাদি যাচাই করে দেখা যায়, দলিল লেখক জহিরুল ইসলাম, সনদ নং- ২১৩। করিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকতা ইব্রাহিম খানকে মোটা অংকের অর্থের বিনিময়ে ভূয়া দলিল দাখিল করে রৌশনারা বেগমের নামে জমি খারিজ করে নেন। সেই খারিজের সুবাদে সদর সাব রেজিস্ট্রার ও তার সহযোগীদের মাধ্যমে সৃজন করা ভুয়া ভায়া দলিল দিয়ে জাকির হোসেনের নামে বেল এওয়াজ হেবা দলিল করেন। যার দলিল নং ৫০, তারিখ ০৩/০১/২০২৪ এবং সৃজন করা ভুয়া ভায়া দলিলের নং ১০১২৫, তারিখ ২২/০৬/১৯৮৩। এখানেও সাফ কাবলা না করে, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছেন দলিল লেখক জহিরুল।
ভুক্তভোগী জাকির হোসেন প্রতিনিধিকে বলেন, দলিল লেখক জহিরুল আমার পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা হওয়ায় সুবাদে আমি জমি ক্রয় করার জন্য ভায়া দলিল সহ কাগজপত্রাদি সঠিক আছে কি’না দেখার জন্য দেই। পরে সে আমাকে বলে সবকিছু ঠিক আছে এবং জমি কেনার আগে বিক্রেতা রৌশনারা বেগমের নামে আপনার নিজ খরচে খারিজ করে নিতে হবে। পরে খারিজের জন্য জহিরুলের সাথে ৩৩ হাজার টাকায় রফা-দফা হয়। খারিজ হওয়ার পর দলিল সাব-কাবলা রেজিস্ট্রি করতে আরও ৩০ হাজার টাকা লাগবে বলে জহিরুল দাবি করেন। এতটাকা দিয়ে দলিল করতে পারবো না জানিয়ে কাগজপত্রাদি ফেরত চাইতে গেলে সে আমাকে হুমকি-ধমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়েই তাকে দিয়ে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করি। এবিষয়ে জানতে ইউনিয়ন ভূমি কর্মকতা ইব্রাহিম প্রতিনিধিকে বলেন আমার ভূল হয়ে গেছে। আমি সঠিকভাবে দলিল চেক করতে পারি নাই। আমি খারিজ বাতিল করে দিবো।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার আরিফুর রহমান বলেন, আমার অফিসের কোনো ব্যতয় ঘটেনি। বিধি অনুযায়ী খারিজ প্রাপ্ত হয়েই দলিল রেজিস্ট্রি হয়েছে। এখানে সাবরেজিস্টারের কোনো ভূল নেই। এছাড়াও আমরা প্রতিমাসে নিয়মিত সংশ্লিষ্ট দপ্তরে এলটি পাঠাছি। এসব ক্রুটি-বিচ্যুতি দেখার দায়িত্ব তাদের। আমাদের কাজ শুধু জমি রেজিস্ট্রি সম্পাদন করা।এবিষয়ে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা সিনথিয়া হোসেনের কাছে গিয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকতা ইব্রাহিম খানের খারিজ সংক্রান্ত  অনিয়ম প্রসঙ্গে কথা বলতেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্য উত্তেজিত কন্ঠে বলেন, আমার কাছ থেকে কোনো অনুমতি নিয়েছেন? আমাকে কি ফোন দিয়েছেন? আমার নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে। আমার সাথে কথা বলতে হলে আগে ফোন করে অনুমতি নিতে হবে। দেখতেই পারছেন, আমার হাতে এখন অনেক কাজ। এখন আসতে পারেন বলে তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন।
উল্লেখ ভুক্তভোগী জাকির হোসেন দলিল সম্পন্ন করে, তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে, জমির প্রকৃত মালিকগণ বাঁধা প্রদান করলে, সৃজন করা ভুয়া দলিলের বিষয়টি সর্বত্র জানাজানি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]