নরসিংদীতে ভূয়া দলিলের মাধ্যমে অন্যের জায়গা দলিল করে দেওয়ার অভিযোগ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : সৃজন করা ভূয়া ভায়া দলিল ও কাগজপত্র দাখিল করে অন্যের জমি রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী সদর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। আর এসব অপকর্মের মুল কারিগর ওই কার্যালয়ের দলিল লেখক জহিরুল ইসলামের।  এ বিষয়ে জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত  অভিযোগও করেন ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ভুক্তভোগী জাকির হোসেন করিমপুর মৌজার আর এস ২৪৬০ খতিয়ানের ১১৪৫০ নং দাগে আড়াই শতাংশ জমি কেনার জন্য দারস্ত হন একই ইউনিয়নের বাউশিয়া গ্রামের সফিউল্লাহ ছেলে দলিল লেখক জহিরুল ইসলামের নিকট। বিক্রেতার জমির একটি ভায়া দলিল সহ অন্যান্য কাগজপত্রাদি সঠিক আছে কিনা যাচাই-বাছাই করে দেওয়ার অনুরোধ করেন। পরে দলিল লেখক জহিরুল ইসলাম ভায়া দলিলটি সৃজন করা ভুয়া জানতে পেরে বিক্রেতার যোগসাজশে ভুক্তভোগীর সাথে প্রতারণা করে তিনি সাবরেজিস্টারের মাধ্যমে ভূয়া দলিল রেজিস্ট্রি করে দেন।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস ও কাগজপত্রাদি যাচাই করে দেখা যায়, দলিল লেখক জহিরুল ইসলাম, সনদ নং- ২১৩। করিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকতা ইব্রাহিম খানকে মোটা অংকের অর্থের বিনিময়ে ভূয়া দলিল দাখিল করে রৌশনারা বেগমের নামে জমি খারিজ করে নেন। সেই খারিজের সুবাদে সদর সাব রেজিস্ট্রার ও তার সহযোগীদের মাধ্যমে সৃজন করা ভুয়া ভায়া দলিল দিয়ে জাকির হোসেনের নামে বেল এওয়াজ হেবা দলিল করেন। যার দলিল নং ৫০, তারিখ ০৩/০১/২০২৪ এবং সৃজন করা ভুয়া ভায়া দলিলের নং ১০১২৫, তারিখ ২২/০৬/১৯৮৩। এখানেও সাফ কাবলা না করে, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছেন দলিল লেখক জহিরুল।
ভুক্তভোগী জাকির হোসেন প্রতিনিধিকে বলেন, দলিল লেখক জহিরুল আমার পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা হওয়ায় সুবাদে আমি জমি ক্রয় করার জন্য ভায়া দলিল সহ কাগজপত্রাদি সঠিক আছে কি’না দেখার জন্য দেই। পরে সে আমাকে বলে সবকিছু ঠিক আছে এবং জমি কেনার আগে বিক্রেতা রৌশনারা বেগমের নামে আপনার নিজ খরচে খারিজ করে নিতে হবে। পরে খারিজের জন্য জহিরুলের সাথে ৩৩ হাজার টাকায় রফা-দফা হয়। খারিজ হওয়ার পর দলিল সাব-কাবলা রেজিস্ট্রি করতে আরও ৩০ হাজার টাকা লাগবে বলে জহিরুল দাবি করেন। এতটাকা দিয়ে দলিল করতে পারবো না জানিয়ে কাগজপত্রাদি ফেরত চাইতে গেলে সে আমাকে হুমকি-ধমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়েই তাকে দিয়ে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করি। এবিষয়ে জানতে ইউনিয়ন ভূমি কর্মকতা ইব্রাহিম প্রতিনিধিকে বলেন আমার ভূল হয়ে গেছে। আমি সঠিকভাবে দলিল চেক করতে পারি নাই। আমি খারিজ বাতিল করে দিবো।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার আরিফুর রহমান বলেন, আমার অফিসের কোনো ব্যতয় ঘটেনি। বিধি অনুযায়ী খারিজ প্রাপ্ত হয়েই দলিল রেজিস্ট্রি হয়েছে। এখানে সাবরেজিস্টারের কোনো ভূল নেই। এছাড়াও আমরা প্রতিমাসে নিয়মিত সংশ্লিষ্ট দপ্তরে এলটি পাঠাছি। এসব ক্রুটি-বিচ্যুতি দেখার দায়িত্ব তাদের। আমাদের কাজ শুধু জমি রেজিস্ট্রি সম্পাদন করা।এবিষয়ে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা সিনথিয়া হোসেনের কাছে গিয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকতা ইব্রাহিম খানের খারিজ সংক্রান্ত  অনিয়ম প্রসঙ্গে কথা বলতেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্য উত্তেজিত কন্ঠে বলেন, আমার কাছ থেকে কোনো অনুমতি নিয়েছেন? আমাকে কি ফোন দিয়েছেন? আমার নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে। আমার সাথে কথা বলতে হলে আগে ফোন করে অনুমতি নিতে হবে। দেখতেই পারছেন, আমার হাতে এখন অনেক কাজ। এখন আসতে পারেন বলে তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন।
উল্লেখ ভুক্তভোগী জাকির হোসেন দলিল সম্পন্ন করে, তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে, জমির প্রকৃত মালিকগণ বাঁধা প্রদান করলে, সৃজন করা ভুয়া দলিলের বিষয়টি সর্বত্র জানাজানি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]