

আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীতে পুলিশের হাতে অস্ত্র ও গুলিসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শহরের বিলাসদী এলাকা হতে পুলিশী অভিযানে ওই সন্ত্রাসীকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ মে) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। আটকৃত ব্যক্তি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে সগীর আহমেদ (২৩) ওরফে সগীর। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় পৌর শহরের বিলাসদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক সাজাউল ও সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে আটককৃত ব্যক্তি সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছিলেন। এসময় তার দেহ তল্লাশি করলে তার কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং চাকু উদ্ধার করতে সক্ষম হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি ডাকাতি, ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় বিলাসদী এলাকায় অভিযান পরিচালনাকালে সন্দেভাজন সগীর নামে একব্যক্তির দেহ তল্লাশি করে অবৈধ অস্ত্র, গুলি ও চাকু উদ্ধার করি। পরে সে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে সে এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে নিয়ে আসে।