ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন: গ্রেফতার ১

Share the post
আল আমিন,ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকায় প্রতিবেশী ভাড়াটিয়ার ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চুন্নু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর লবণকোঠা এলাকায় তাইজুদ্দিনের চায়ের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত রতন ওই এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে
স্থানীয়রা জানায়, রতন বাড়ির পাশেই তাইজুদ্দিনের চায়ের দোকানে বসা ছিল। এসময় আচমকা চুন্নু মিয়া দৌড়ে এসে হাতে থাকা ছুরি দিয়ে রতনের পিঠে একাধিক আঘাত করে। এতে রতন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রতনকে হত্যার পর ঘাতক চুন্নু মিয়া নিজ বাসায় আত্মগোপন করে। পরে খবর পেয়ে মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ওই বাসায় অভিযান চালিয়ে চুন্নু মিয়াকে গ্রেফতার করেন। আসামি চুন্নু মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়া মৃত তোতা মিয়ার ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর লবণকোঠা গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। চুন্নু মিয়া শ্রমিকের কাজ করতেন এবং তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।
নিহত রতনের সাথে আসামির স্ত্রীর অবৈধ সম্পর্ক ও পারিবারিক কলহকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যপারে প্রত্যক্ষদর্শী মোসলেম উদ্দিন বলেন, আমিও ওই চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এসময় চুন্নু মিয়া দৌড়ে এসে কোন প্রকার বাকবিতন্ডা ছাড়াই রতনের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিং):গত ১৭ ও ১৮ মে দৈনিক স্বদেশ প্রতিদিন, আমার বার্তা ও আজকের দর্পনসহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “ভালুকায় জালিয়াতের মাধ্যমে ভূমি নামজারির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রীমহল আমার সম্মান হানির জন্য এমন সংবাদ প্রকাশ করিয়েছে। আমার পিতা […]

ভালুকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকায় দুই মাসের বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরিচ্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ মে) দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের […]