ইবিতে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে র‍্যালি ও মানববন্ধন

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বর্বরতার ও গণহত্যার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয় শিশু ও কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা)।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি প্রতিবাদ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমবেত হয় এবং সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি করেন তারা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা) পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমাদ আব্দুল্লাহ, ইবি বিএনসিসি ক্যাডেটের(সেনা শাখা) সিইউও আহসান জুবায়ের, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিলসহ শতাধিক শিশু ও কিশোর।
প্রতিবাদ র‍্যালিতে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ‘From the River to the Sea, Palestine will be free’ ‘ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর’ ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘আল আকসা আল আকসা, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।
ফুলকুঁড়ি আসর (তারার মেলা) শাখার পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন, ‘আমরা এখানে উপস্থিত হয়েছি ইসরায়েল কতৃক ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদে। প্রতিদিন ইসরায়েল বাহিনী কতৃক অনেক ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে। একদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে। পৃথিবীর প্রতি প্রান্তে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে বেঁচে থাকবে। ইসরায়েল শুধু ফিলিস্তিনদের হত্যা করে না, সাথে তারা আমাদের হৃদয়ে আঘাত করে।’
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিল বলেন, ‘১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফিলিস্তিনদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনদের হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক মহলের আমরা প্রতি আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে হত্যাকান্ড বন্ধে দ্রুত কার্যকারী ব্যাবস্থা গ্রহণ করুন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]