কচুয়ায় গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙে দোকানঘর নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগৎপুর বাজারে সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সচেতন ছাত্রসমাজের পক্ষে আল হাসান নাহিদ, রোকনুজ্জামান মিলন, শামীম হোসেন, আবু সুফিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে নূর হোসেন।বক্তারা বলেন, এ বাজারে একাধিক গণশৌচাগার থাকলেও তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। পরে সরকারি অর্থায়নে জগৎপুর পশ্চিম বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে ইব্রাহিম খলিল ২০২৩ সালে রাতের আঁধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারটি ভেঙে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করেন।

বক্তারা আরো বলেন, এখানে ইউনিয়ন কৃষি অফিস রয়েছে। কিন্তু তার অর্ধেক অংশ ইব্রাহিম খলিল দখলে নেয়। স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ এক হয়ে গণশৌচাগারটি পুনঃনির্মাণের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।আগামীকাল জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তারা।

কচুয়া উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাজার জগৎপুর। এ বাজারে গণশৌচাগারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতা সহ সাধারণ মানুষের।

এব্যাপারে অভিযুক্ত ইব্রাহীম খলিল গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ বিষয়ে বলেন, এখানে আমার জগতপুর মৌজার বিএস ১৫৪৮ দাগে ৩ শতাংশ ১০ পয়েন্ট ক্রয় করা সম্পত্তি । আমার ক্রয় করা সম্পত্তির মধ্যে পরিত্যক্ত টয়লেট ছিল, এ টয়লেটে প্রতিদিন বখাটে ছেলেরা স্কুলগামী শিক্ষার্থীদের উত্যক্ত করায় সকলের সাথে পরামর্শ করে টয়লেট ভেঙে আমার ক্রয় করা সম্পত্তির উপর দোকান নির্মাণ করি। এসময় জগতপুর বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জগতপুর বাজারে আমার নিজ অর্থায়নে টয়লেট নির্মাণ করে দিবো মানুষের সুবিধার্থে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারি সম্পত্তির উপর যদি কেউ দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে  তাহলে খুব শীগ্রই আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবো।

 

ছবি:ও ভিডিও কচুয়ার জগৎপুর বাজারে গণশৌচাগার ভেঙ্গে দোকানঘর নির্মাণ করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]