

মোঃ নাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধিঃ সারাদেশে ডেভিল হান্টের অভিযান চলাকালীন সময়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ করা এবং শেখ হাসিনাকে বর্তমান সরকার দাবি করে ঈদ সামগ্রী বিতরণ করা আওয়ামীলীগ নেতা ও বরগুনা সদর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) রাত ৮ টার দিকে সদর উপজেলার মনসাতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ক্ষমতাসীন চেয়ারম্যান মো. জাহাঙ্গীরের নিকটতম লোক হওয়ায় আওয়ামী দুঃশাসনামলে ভোট চুরির মাধ্যমে ২ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে তিনি। আওয়ামী সরকারের পতনের পরেও তিনি শেখ হাসিনাকে সরকার দাবি করে গত শনিবার (২৯ মার্চ ২৫) বরগুনার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করে আত্মগোপনে চলে যায়।
পুলিশ জানায়, মনসাতলী গ্রামের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মনির। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সন্ধ্যার পরে থানা পুলিশ মনসাতলী গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করতে সক্ষম হয়।