পশ্চিম গুজরায় স্বপন দে’র বাড়িতে ২১তম বাসন্তী উৎসব উদযাপন

Share the post
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):  রাউজান উপজেলার পশ্চিম গুজরায় স্বর্গীয় স্বপন দে’র বাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ২১তম বাসন্তী উৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান। চার দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।
প্রথম দিন, ৩ এপ্রিল অনুষ্ঠিত হয় মহাষষ্ঠী পূজা, মায়ের বরণ ও ধুনুচি নৃত্য প্রতিযোগিতা।
৪ এপ্রিল মহাসপ্তমী পূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় জাগরণ ও পুঁথি পাঠ, যা পরিবেশন করেন জুয়েল দাশ। ধর্মীয় পাল্টা কীর্তনে অংশ নেন বিকাশ দত্ত ও নিরঞ্জন সরকার।
৫ এপ্রিল মহাঅষ্টমী পূজার দিন ছিল গীতা পাঠ, ধর্মীয় সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা। রাতে ক্ষুদে শিল্পীগোষ্ঠী ‘শ্রীজাতা বিশ্বাস (বন্যা)’ পরিবেশন করে বিশেষ থিমভিত্তিক অনুষ্ঠান “ভুবনে ভবানী”।
৬ এপ্রিল মহানবমীতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত ও তার দল। এদিন অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতাও। রাতের মূল আকর্ষণ ছিল পার্থ দেওয়ানজীর নির্দেশনায় নাটক “ত্রিরূপে মাহামায়া”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রনধীর দে। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চন্দন বিশ্বাস, নেপাল কর, সুধীর মহুুরী ও গৌরাঙ্গ প্রসাদ দে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শংকর কান্তি দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন রুরেল দে, রাসেল দে, বিটু দে, জনি দে, রনি দে, রবিন দে, রুপু দে, অপু দে সহ উৎসব কমিটির অন্যান্য সদস্যরা।
প্রতি বছরের মতো এবারও এ উৎসবে অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত-নরনারী সমবেত হন, যা রাউজানের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]