কোভিড-১৯ ভাইরাস এর প্রাদুর্ভাব এড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

Share the post

নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। গতকাল ২৫ মার্চ (বুধবার) বুধবার ২৫ মার্চ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়ী, সোনালী ব্যাংক, বিদুৎ অফিস, সদর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্তরের জনসাধারনের মধ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময়ে তাঁরা পথচারী, রিকশাচালক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। এ ছাড়া সবাইকে জীবাণু প্রতিরোধক হিসেবে সাবান ও স্যাভলন ব্যাবহারের পরামর্শ প্রদান করেন। বিতরন কার্যক্রম পরিচালনার শুরুতে রসায়ন বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ মাসুদ পারভেজ বলেন, জাতীয় দূর্যোগে প্রত্যেকে নিজ নিজ অবস্হান থেকে সাধ্য অনুযায়ী উদ্দ্যেগ গ্রহন করলে যে কোনো বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব। তিনি আরও বলেন, কোভিড-১৯ ভাইরাস এর প্রাদুর্ভাব এড়াতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি জাতীয় স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় রসায়ন পরিবারের একটি ক্ষুদ্র প্রয়াস। তিনি ভবিষ্যতে এভাবে সামাজিক বিপর্যয়ে বিভাগের সকলকে সাথে নিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ কার্যক্রম নগরীর রুপাতলী চত্ত্বরে সমাপ্ত হয়। কার্যক্রমের সার্বিক নেতৃত্ব দেন রসায়ন অনুষদের সহকারী অধ্যাপক ডঃ নাজমুল কায়েস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]