লক ডাউন (চট্রগ্রাম-৩ সন্ধীপ)
মাহামুদুল হাসান জিহাদ : নোভেল করোনা ভাইরাস যার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব,তবুও সচেতন নেই বাংলাদেশের জনগণ। গোটা বাংলাদেশ জুড়ে সেনাসদস্য মোতায়েন করেছে সরকার। এরি ধারায় সন্ধীপেও এসে পৌঁছেছে সেনাসদস্য। সকাল থেকে বিভিন্ন স্থানে কড়া নজর ধারি দেখা যায় স্থানীয় প্রশাসনের। সকাল থেকে বিভিন্ন হাট বাজারে দোকান পাট বন্ধ থাকলেও অধিকাংশ জায়গায় দোকান পাট খোলা দেখা যায়। সকালে সন্ধীপ নতুন বাজার আকবর হাট,শিবের হাট সহ বিভিন্ন হাট বাজার লক ডাউন ঘোষণা করা হয়,পরে সন্ধ্যায় কমপ্লেক্স(সন্ধীপ টাউন),সেনের হাট,এনাম নাহার সহ গোটা সন্ধীপ লক ডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন,শুধু মাত্র ঔষধের দোকান,মুদি দোকান ও কাঁচা বাজার(শুধু সকালবেলা) ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ থাকবে অনির্দিষ্ট কালের জন্য এবং পাশাপাশি সন্ধীপে সকল ধরণের নৌ-রুট বন্ধ বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সকল জনসাধারণ কে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার আহবান জানিয়েছেন প্রশাসন,কেউ যদি আইন শৃঙ্খলা অমান্য করে সরাসরি তার বিরুদ্ধে একশন নেওয়া হবে।