নেত্রকোনায় ১২ ঘন্টার ব্যবধানে নারীসহ দুজনের মৃতদেহ উদ্ধার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় পৃথক পৃথক স্থান থেকে ১২ ঘন্টার ব্যবধানের দুজন বৃদ্ধ ও বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ দুজনের দেহে আঘাত ও রক্তের চিহ্ন পাওয়া যাওয়ার তথ্য স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে তারা মিয়া (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। আগেরদিন ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে আরেকজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন। গত শুক্রবার বিকালে মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বাঁশাটি বাজারে যান বৃদ্ধ তারা মিয়া। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা সারা রাত খোঁজাখুজি করেন। পরেরদিন সকালের দিকে সাঁতারখালি খালপাড়ে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত বৃদ্ধের পরিবার ও স্বজনরা জানান, এলাকায় তারা মিয়ার সাথে কারো শত্রুতা ছিল না। কে বা কাহারা তাকে হত্যা করেছে ধারণা করতে পারছে না নিহতের পরিবার। মৃতদেহের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন দেখতে পেয়েছেন নিহত তারার মিয়ার পরিবারের লোকজন। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি পিবিআই ঘটনা তদন্ত করেছে।
অন্যদিকে শুক্রবার ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগমের (৬৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা মাজেদা বেগমের মেয়ে ফরিয়া সুলতানা ইতি তার স্বামীর কর্মস্থল ময়মনসিংহের ভালুকা মাস্টার বাড়ি এলাকায় থাকেন। নিহতের স্বামী ও ছেলে সন্তান না থাকায় বাসায় একাই থাকতেন নিহত বৃদ্ধা। বৃদ্ধার মেয়ের জামাই মো. আশরাফ আলী জানান, মৃতদেহের নাকে রক্ত ও গলায় গামছা প্যাঁচানো পেঁচানো ছিল। তার শাশুড়ির কানের স্বর্ণের গহনা দু্ইটি নেই। স্বর্ণের গহনা নিতে দুর্বৃত্তরা হত্যা করেছে ধারণা করছেন তিনি। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহত বৃদ্ধার পরিবারের সদস্যরা দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। (শনিবার) বৃদ্ধার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে নেত্রকোনা জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভিজিএফের চাল বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ চেয়ারম্যান ও -বিএনপি নেতার বিরুদ্ধে

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রেনু মাষ্টারের বিরুদ্ধে ভিজিএফের বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের কারসাজিতে ইউনিয়নের এক ও দুই নম্বর ব্লকের ছয়টি ওয়ার্ডের গ্রামের মানুষ চাল পায়নি। জানা যায় রবিবার […]

নেত্রকোনায় জমে উঠেছে ঈদের কেনাকাটা, তবে ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে 

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে জেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা, তবে ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এ বছর ধানের দাম প্রত্যাশানুযায়ী পাওয়ায় হাওরাঞ্চলের মানুষের মধ্যেও এসেছে স্বস্তি, কেনাকাটা করে খুশি কৃষকরা। জেলা শহরের বড় বাজার ক্রেতাদের সবচেয়ে বড় মিলনমেলা। সকাল ১০টার […]