চকরিয়া পৌরসভার দক্ষিণ করাইয়াঘোনা ৫ নং ওয়ার্ডে প্রবাসী জয়নাল আবেদীনের জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ।

Share the post
প্রতিনিধি:  চকরিয়া পৌরসভার দক্ষিণ করাইয়াঘোনা ৫ নং ওয়ার্ডে প্রবাসী জয়নাল আবেদীনের জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে, ঘটনাসূত্রে জানা যায় প্রবাসী জয়নাল আবেদীন তার দাদারা দুই ভাই ছিল,দুইভাই যথাক্রমে মৃত রওশন আলী ও মৃত নজির আহম্মদ। তারা দুইজনে দুই দাগে পাট্টামূলে ৬২ শতক জমি ক্রয় করে।নজির আহম্মদের কোন ওয়ারশি না থাকায় নজির আহম্মদে তারা পালক পুত্রের স্ত্রীকে ৪ দাগে ৩০ শতক জায়গা দান পত্র করে।
দীর্ঘদিন যাবত মৃত রৌশন আলীর ওয়ারিশনগণ তারা তাদের জায়গা ভোগ দখলে ছিল।কিন্তু ২০১৮ সালে তারা মৃত নজির আহম্মদের দানপত্র করা ৯০ শতক  জমির বাইরেও  রওশন আলীর ওয়ারিশগণের জমি জোর পূর্বক ভাবে দখলে নেয়।জমি দখল করার চেষ্টা করলে রওশন ওয়ারিশ প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে মিশকাত বাধা প্রধান করলে তাকে মারধর করে এই বিষয়ে ২০১৮ সালে একটি মামলা করেছিল মিশকাত বাদী হয়ে।আবার বিগত ২৯/০১/২০২৫ সালে প্রবাসী জয়নাল আবেদীনের পরিবার যখন পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্য রওয়ানা হইলো তখন থেকেই হাজের খাতুনের ওয়ারিশগণ ছেলে-মেয়েরা আবারো ঐ জমি দখল করার চেষ্টা করে।ঐখানে যখন জয়নাল আবেদীনের ছেলে মিশকাত বাধা দিতে যায় এতে তাদের হুমকি ধামকি দেয়, এক প্রকারে মিশকাত স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের কথা রেখে একটা সালিশী বৈঠকের সিন্ধান্ত নেয়,কিন্তু হাজেরা খাতুনের ওয়ারিশগণ সালিশি বৈঠকের সময় সালিশকারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  জয়নাল আবেদীনের ছেলে মিশকাতকে সহ ৩ জনকে বেধড়ক পিঠায় তাকে হাসপাতালে প্রেরণ করে,মিশকতা তার নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিলে পুলিশের কাছে এজাহার জমা দেয় পরবর্তিতে ওসি মহোদয় থানায় মামলা রুজু করে।বিগত কিছু দিন আগে প্রবাসী জয়নাল আবেদীন সৌদি আরব পরিবারসহ ওমরা পালন করে মদিনা যাওয়ার পথে প্রবাসী জয়নাল আবেদীন মারা গেলে হাজেরা খাতুনের ওয়ারিশগণ আরো বল প্রয়োগ করে।বাড়িতে মিশকাত উদ্দিন ছাড়া কেউ নেই।তাৎমধ্যে আজকে রৌশন আলীর সীমানায় বেড়া দিতে গেলে হাজেরা খাতুনের ওয়ারিশগণ আবারো ক্ষিপ্ত হয়ে আবারো হামলা করে।
এখন তারা হাসপাতালে ভর্তি আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁদপুরের কচুয়ায় পিক-আপ ভ্যানের চাপায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিহত,আহত -১

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায়  পিক-আপ ভ্যানের চাপায় প্রাণ গেল মো. রাফি নামে (১১) এক ৫ম শ্রেণীর শিক্ষার্থীর ।  শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার টু মেঘদাইর সড়কের ইয়াকুব মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় তাওহীদুল নামে আরেক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য […]

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে ইরফান ও মোর্সালিন।

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখা। ‎ ‎শনিবার (২২ মার্চ) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেয়া হয়। […]