শেখেরচর বাবুরহাটে চোর সন্দেহে নারী হেনস্তার ঘটনায় আটক ১
আশিকুর রহমান (নরসিংদী) :- নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে চুরির অভিযোগে এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ মার্চ) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর মারধরে জড়িত থাকার অভিযোগে মোঃ ফয়সাল (১৯) নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে শেখেরচর ফাঁড়ি পুলিশ।
শেখেরচর বাবুরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বাজারের একটি দোকানে কেনাকাটা করছিলেন ওই নারী। এসময় ওই নারী অপর একজন নারীর ভ্যানিটি ব্যাগে হাত দিলে চোর সন্দেহে তাকে আটক করে স্থানীয়রা। এসময় উপস্থিত কয়েকজন লোক ওই নারীকে কিলঘুষি ও লাথি মারাসহ পেটাতে থাকেন। পরে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ভাইরাল হওয়া ভিডিওটি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের নজরে এলে তিনি স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ দেখে দোকান কর্মচারী মোঃ ফয়সাল কে আটক করেন।
তিনি আরও জানান, জড়িত অন্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।