

আলমগীর হোসেন, (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ নব কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টায় মানিকছড়ি টাউন হলে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নব কমিটি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ।
উক্ত আলোচনা সভায় নব কমিটি সহ সভাপতি আব্রে মারমা সঞ্চালনায় নব কমিটি সভাপতি আপ্রুসি মগ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ প্রধান ম্রাসাথোয়াই মারমা, বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম, জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, অংহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটি সহ-সভাপতি চিংহ্লামং মারমা, জেলা কমিটি যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা যুব ঐক্য পরিষদ উষাজাই মারমা, সাধারণ সম্পাদক উসাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা (সূর্য), মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী,জেলা ও উপজেলা মারমা ঐক্য পরিষদ এবং যুব, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ প্রধান ম্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম, মারমা ঐক্য পরিষদ জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটি সহ-সভাপতি চিংহ্লামং মারমা, মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী, উপজেলা মহিলা সভানেত্রী ক্রাপ্রু মারমা প্রমূখ।
প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্য বলেন, মারমা জাতিকে সু শিক্ষিত নাগরিক হতে হবে। সমাজের মারমা জাতির ঐক্যবদ্ধ ভাবে সু-শিক্ষিত গড়ে তুলতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিটি অফিস আদালতে মারমা জাতির প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। আগামীতে মারমা জাতির উন্নয়নে প্রতিটি দপ্তরে মারমা জাতির থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজন হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহবান করেন। আরোও বলেন,মারমা ঐক্য পরিষদ সংগঠনে প্রতিটি গ্রামের মারমা মহিলা সমিতি মাধ্যমে নারীরা আজ সংঘবদ্ধ হয়েছে বলে বক্তব্য রাখেন।