জমি দখল নিতে রোপণকৃত ২০ শতক জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিমছড়ি মৌলভীপাড়া ধান রোপনকৃত ফসলি জমি নষ্ট করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছ কক্সবাজার, কুতুবদিয়া  নিয়োজিত আনসার প্রশিক্ষক মোছলেহ উদ্দীন এর বিরুদ্ধে। ভুক্তভোগী ওসমান গণি জানান, গত ১৪-০৯-২৪ ইং বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় অবৈদ অস্ত্রশস্ত্র  সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার রোপিত ধান্য জমিতে প্রবেশ করেন। বিবাদীগন ২০ শতক জমির রোপিত ধানের চারা হাতে তুলিয়া ও পায়ে মাড়াই করে দেন এবং জমির সীমানা ও ঘেরা-বেড়া ভাংচুর করেন আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেন। ভুক্তভোগী ওসমান গনি জানান  গত ০২-০৮-২০২০ ইং তে আমি বরইতলীর একতা বাজারের জাকির আহমদের কাছ থেকে তার ৩০-৪০ বছরের ভোগ দখলীয় ২০ শতক রিজার্ভ নাল জমি ক্রয় করি এবং চাষাবাদ অবস্থায় আছি , অভিযুক্ত মোছলেহ উদ্দিন ও উক্ত ব্যক্তি জাকির আহামদ এর কাছ থেকে ৩৫ শতক  জমি  ক্রয় করেন ২০২২ সালে।  মোছলেহ উদ্দিনের ক্রয়কৃত জমির পার্শবর্তী লাগুয়া হওয়ায় আমার ২০ শতক জমি বারবার আবৈধভাবে দখলের  চেষ্টা করে যায়।
সরেজমিনে গিয়ে তথ্য পাই যে  আনসার সদস্য মোছলেহ উদ্দিনের বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় ও বিগত আওয়ামলীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আনসার সদস্য পদে থাকার সুযোগের অপব্যবহার করে প্রভাব বিস্তার করত। স্থানীয় বরইতলীর ৩নং ওয়ার্ডের এম ইউ পি সদস্য শহিদুল মেম্বার জানান অসংখ্যবার মোছলেহ উদ্দিনকে স্থানীয় বৈঠকে বসার জন্য বললে ও সে বিষয়টা বারবার এড়িয়ে যায় এবং বলেন জমি কিভাবে দখলে নিতে হয় আমি ভালো করে জানি। অভিযুক্ত মোছলেহ উদ্দিনের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাইলে  সে গ্রহনযোগ্য কোন প্রমান দিতে পারেনি দখল করতে যাওয়া উক্ত জমির।
এই বিষয়ে কক্সবাজার জেলা আনসার ভিডিপির উপ-পরিচালক আমিনুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাওয়া হয় আপনার অধিনস্থ কোন কর্মকর্তা যদি উল্লেক্ষিত কর্মকান্ডে লিপ্ত হয় তার বিরোদ্ধে আপানদের ডিপার্টমেন্টাল শাস্তির কি ব্যাবস্থা রয়েছে।ওনি জানান যতাযত প্রমান থাকলে অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল শাস্তির ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]