নেত্রকোনায় আগাম লাউ চাষে লাভবান হচ্ছে কৃষক
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : এবার প্রায় ৪০০ হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে নেত্রকোনায়। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে ভালো। কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম পাওয়ায় এবার লাউ বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ও দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, এ এলাকায় বিস্তীর্ণ মাঠে অন্যান্য শীতকালীন সবজির পাশাপাশি লাউ চাষ হয়েছে। এ এলাকার লাউচাষীদের একজন কৃষক পরিমল দাস। তিনি বলেন, এ বছর লাউয়ের যে ফলন হয়েছে, তা গত ১০ বছরেও হয়নি। এখন বাজারে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে কমপক্ষে ৫০ টাকায়।
এদিকে আমতলা ইউনিয়নের আনসার আলী নামে আরেক কৃষক বলেন, একসময় আমি ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। এবার তার বদলে দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছি। সব মিলিয়ে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এ পর্যন্ত প্রায় ১ লাখ টাকার লাউ বিক্রি করেছি। বাজারদর অপরিবর্তিত থাকলে আরো অন্তত ৫০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবো। অন্যদিকে মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের ফিরোজ আহম্মেদ নামে এক কৃষক বলেন, অনেক দিন পর এবার অন্যান্য সবজির পাশাপাশি লাউয়ের ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে নেত্রকোনাতে কৃষিপণ্য মজুদের কোনো হিমাগার নেই। এ ধরনের ব্যবস্থা থাকলে আমরা আরো লাভবান হবো। এদিকে কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের কৃষি উপ-সহকারী বলেন, লাউ উঁচু ও বেলে দোঁআাাশ মাটিতে ভালো হয়। আমরা লাউ চাষে ভালো জাত ও রোগবালাই সম্পর্কে কৃষকদের নানা পরামর্শ প্রদান করে আসছি। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, নেত্রকোনায় ৮৬টি ইউনিয়নে এবার ৪০০ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। এ জেলার স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। লাউ চাষে কৃষকদের প্রণোদনা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মাঠকর্মীরা নিয়মিত রোগবালাই হচ্ছে কিনা, পরীক্ষা করছেন। এসব কারণে ভালো ফলন পাওয়া যাচ্ছে।