নেত্রকোনায় আগাম লাউ চাষে লাভবান হচ্ছে কৃষক

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : এবার প্রায় ৪০০ হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে নেত্রকোনায়। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে ভালো। কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম পাওয়ায় এবার লাউ বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ও দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, এ এলাকায় বিস্তীর্ণ মাঠে অন্যান্য শীতকালীন সবজির পাশাপাশি লাউ চাষ হয়েছে। এ এলাকার লাউচাষীদের একজন কৃষক পরিমল দাস। তিনি বলেন, এ বছর লাউয়ের যে ফলন হয়েছে, তা গত ১০ বছরেও হয়নি। এখন বাজারে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে কমপক্ষে ৫০ টাকায়।
এদিকে আমতলা ইউনিয়নের আনসার আলী নামে আরেক কৃষক বলেন, একসময় আমি ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। এবার তার বদলে দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছি। সব মিলিয়ে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এ পর্যন্ত প্রায় ১ লাখ টাকার লাউ বিক্রি করেছি। বাজারদর অপরিবর্তিত থাকলে আরো অন্তত ৫০ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবো। অন্যদিকে মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের ফিরোজ আহম্মেদ নামে এক কৃষক বলেন, অনেক দিন পর এবার অন্যান্য সবজির পাশাপাশি লাউয়ের ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে নেত্রকোনাতে কৃষিপণ্য মজুদের কোনো হিমাগার নেই। এ ধরনের ব্যবস্থা থাকলে আমরা আরো লাভবান হবো। এদিকে কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের কৃষি উপ-সহকারী বলেন, লাউ উঁচু ও বেলে দোঁআাাশ মাটিতে ভালো হয়। আমরা লাউ চাষে ভালো জাত ও রোগবালাই সম্পর্কে কৃষকদের নানা পরামর্শ প্রদান করে আসছি। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, নেত্রকোনায় ৮৬টি ইউনিয়নে এবার ৪০০ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। এ জেলার স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। লাউ চাষে কৃষকদের প্রণোদনা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মাঠকর্মীরা নিয়মিত রোগবালাই হচ্ছে কিনা, পরীক্ষা করছেন। এসব কারণে ভালো ফলন পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় গুলিতে একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে অকুল পাথারে রাসেলের পরিবার

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : গুলিতে নিহত রাসেল মিয়া। গাজীপুরের মাওনায় মোরগের গাড়িতে হেলপারের কাজ করতেন রাসেল মিয়া (১৯)। বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের জন্য কিশোর বয়স থেকেই এ কাজে যোগ দিয়েছিলেন। গত ৫ আগস্ট বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পোশাক পরা ভারতীয়দের আটক করে জনতা। এমন খবর ছড়িয়ে পড়লে ভগ্নীপতির […]

নেত্রকোনায় বিদ্যালয়ের কাজ না করেই বরাদ্দের টাকা ৫০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টা উপজেলার বরইতলা এন আই খান উচ্চ বিদ্যালয়ের কোনো অস্তিত্ব না থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ৩০ জুন শেষ হলেও প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি।২০২৩-২০২৪ অর্থবছরে উন্নয়ন সংশোধিত বাজেটে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় ইউনিয়নের অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং […]