চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি বিএনপি নেতাদের

Share the post

চাঁপাইনবাবগগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: আ.লীগ সরকারের দোসর উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, ২০২২ সালের ২২ নভেম্বর পুলিশের দায়ের করা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার একটি মামলায় তিনজন আসামীকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বিচারক। পরবর্তীতে এর প্রতিবাদে এজলাস কক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে তাদেরকে জামিন দেয় আদালত। এর প্রেক্ষিতে রবিবার দুপুরে আদালত থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে আওয়ামী লীগ সরকারের দালাল উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিচারকের অপসারণ দাবি করেন তারা৷ দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বিএনপি নেতারা। জামিনে মুক্ত হওয়া বিএনপি নেতারা হলেন, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস ও আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক তাসেম আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিম ওবায়দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন […]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত […]