সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত দুই সাংবাদিক এখনও চিকিৎসা নিচ্ছেন

Share the post

সিলেট প্রতিনিধি : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আরও দুই সাংবাদিক খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুত্বর আহত হন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মে. নজরুল ইসলাম সিপার। তিনি দীর্ঘ দিন ধরে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনএসএসসির ফোর এওয়ার্ডপ্রাপ্ত স্টাফ, এবং আ্যমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মেম্বার আই.ডি-নং-১৩৪৯৫১৭৩৩,হিউম্যান রাইটস ওয়াচ নিউইয়র্ক আমেরিকা মেম্বারশিপ নাম্বার (১২৪৫) নিয়ে সুনামের সাথে কাজ করছেন। সাংবাদিক মো. নজরুল ইসলাম সিপার সিলেট জার্নালিস্ট ইউনিয়ন গভ: রেজী: নং-২৭২৮ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তালাশ.টিভির সম্পাদক। তার সাথে ওই দিন আহত হন তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ ই আগষ্ট দুপুর ২ঘটিকায় তথ্য ও সংবাদ  সংগ্রহের জন্য করিম উল্লা মার্কেটের সামনে তালাশ.টিভির  সম্পাদক নুজরুল ইসলাম শিপার ও  তালাশ টিভির স্টাফ রিপোর্টার  লিমন আহমদসহ অবস্থান করা অবস্থায় হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় সিলেট সাংবাদিক ইউনিয়নের  সভাপতির বাম পায়ের নলাতে এবং ডান পায়ের হাটুতে রাবার বুলেটের ছোড়া গুলি লাগে। সাথে থাকা তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমনের মাতায় ও রাবার বুলেটের ছোড়া গুলি লাগে এ সময়  লিমন গুরুত্বর আহত হন, তৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দুজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রাইভেট একটি ডিসপ্রেনসারিতে  নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত  ফার্মাসিস্ট  তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাবার বুলেটের  ছোড়া গুলি বের করে। পরবর্তীতে প্রাইভেট চিকিৎসকগণের পরামর্শে তাদের দু’জনকে গুরুতর অবস্থায় সিলেট এম,এজি উসমানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, সাংবাদিক নজরুল ইসলাম সিপার এখনও আহত অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ : কমছে পর্যটক

Share the post

Share the postআবুল কাশেম রুমন, সিলেট: সিলেটের অতি পরিচিত পর্যটন কেন্দ্র হচ্ছে রাতারগুল। যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আসতে দেখা যায়। বিগত কয়েক মাস ধরে রাতারগুল পর্যটন কেন্দ্রে তেমন লোক সমাগম নেই। যে পর্যটন দেখার জন্য উপরে নীল আকাশ আর নিচে সবুজ পানি মিলে অপূর্ব এই প্রাকৃতিক লীলাভূমির প্রতি দুর্বার আকর্ষণে সারাদেশ […]

হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর রহমান সেলিম গ্রেফতার

Share the post

Share the postস্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব ২। গত মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্থান্তর করে র‌্যাব-২। বিষয়টি  নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন , তিনি বলেন, র‌্যাব-২ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর […]